বর্তমান বার্তা ডট কম / ০২ জুলাই ২০১৫ / বান্দরবান জেলা শহরের হিলবার্ড এলাকায় তিন হাজার পিস ইয়াবা বড়িসহ এক বৌদ্ধ ভিক্ষুকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে ক্রেতা সেজে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিবি পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। শহরের হোটেল হিলবার্ডের সামনে থেকে থোয়াই শৈ ওয়া (৩০) নামের ওই ভিক্ষুকে আটক করা হয়। তার কাছ থেকে ৩ হাজার পিস মিয়ামারের ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোনসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত ইয়াবার মূল্য প্রায় তিন লাখ টাকা। এদিকে পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, আটককৃত বৌদ্ধ ভিক্ষু সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তা বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন।

Post a Comment
Facebook Disqus