বর্তমান বার্তা ডট কম / ০২ জুলাই ২০১৫ / সাভার পৌর এলাকার ঈমান্দিপুর থেকে মনির (৩) ও বেল্লাল (৫) নামের দুই শিশু সহোদরকে অপহরণ করেছে একই এলাকার সবুজ নামের এক দুর্বৃত্ত। অপহৃত দুই সহোদরের পরিবারের কাছে লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে ওই অপহরণকারী। এ ঘটনায় বুধবার রাত সাড়ে ১০টায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন অপহৃত দুই শিশুর বাবা মমিন মিয়া।
মমিন মিয়া জানান, বুধবার বিকেলে সাভারের ঈমান্দিপুরের নিজ ভাড়া বাড়ি থেকে তার ছেলে মনির (৩) ও বেল্লালকে দোকান থেকে চকলেট কিনে দেয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায় একই এলাকার প্রতিবেশী সবুজ মিয়া। পরে ওই অপহরণকারি সবুজ মিয়া তার বাবা তারা খাঁনকে বাড়িতে পাঠিয়ে শিশু দুটির বাবার কাছে কয়েক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
মমিন মিয়া আরো জানান, অপহরণকারী হুমকি দেয় যে, সময় মতো মুক্তিপণের টাকা না দিলে শিশু দুটিকে চিরদিনের জন্য হারাতে হবে।
তিনি রাতে সাভার মডেল থানায় একটি অপহরণের সাধারণ ডায়রি করলে পুলিশ অপহরণকারি সবুজের বাবা তারা খাঁনকে সাভারের বলিয়ারপুর থেকে গ্রেফতার করে সাভার মডেল থানায় নিয়ে আসে। অপহৃত দুই শিশুকে পুলিশ উদ্ধার করতে না পাড়ায় পরিবারটির মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Post a Comment
Facebook Disqus