বর্তমান বার্তা ডট কম / ০২ জুলাই ২০১৫ / যেসব মানুষ উচ্চরক্তচাপে ভোগেন, তাদের আলঝেইমারসের ঝুঁকি কম থাকে। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে এ তথ্য। গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের ব্রিগহ্যাম ইয়াং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। খবর আইএনএস।
এ যোগসূত্রের বিষয়ে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে আরো পরীক্ষা চালানো জরুরি বলে জানিয়েছেন গবেষকরা। উচ্চরক্তচাপের সঙ্গে ওষুধ সেবনের অভ্যাসের ওপরও আলঝেইমারসে আক্রান্ত হওয়ার শঙ্কা বাড়ে-কমে। ব্রিগহ্যাম ইয়াং বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের সহযোগী অধ্যাপক জন কাউই বলেন, ‘উচ্চরক্তচাপের প্রতিষেধক সেবনের সুফল হিসেবেও আলঝেইমারের ঝুঁকি কমতে পারে।’
এ-সংক্রান্ত গবেষণায় আলঝেইমারসে আক্রান্ত ১৭ হাজার ৮ জন ও ৩৭ হাজার ১৫৪ জন সুস্থ মানুষের জিনগত তথ্য বিশ্লেষণ করা হয়। গবেষকরা আলঝেইমারস ও শারীরিক অন্য জটিলতার মধ্যে যোগসূত্র উদ্ঘাটনের চেষ্টা করেন। এর মধ্যে রয়েছে ডায়াবেটিস, স্থূলতা ও অতিমাত্রার কোলেস্টেরল। কিন্তু গবেষকরা উচ্চরক্তচাপের সঙ্গে আলঝেইমারসের ঝুঁকি কমে আসার বিষয়ে যোগসূত্র খুঁজে বের করেছেন।
গবেষক দলে ছিলেন যুক্তরাষ্ট্রেরই ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক পল ক্রেইন। তিনি বলেন, ‘সাধারণ মানুষ যা চিন্তা করে, আমাদের গবেষণার ফলে তার বিপরীত চিত্র উঠে এসেছে। হয়তো উচ্চরক্তচাপই আলঝেইমারস প্রতিরোধী। কিংবা উচ্চরক্তচাপ প্রতিরোধী ওষুধ সেবনের ফলে এমনটা ঘটে।’
উল্লেখ্য, গবেষণা প্রবন্ধটি প্লস মেডিসিন সাময়িকীতে প্রকাশিত হয়। আলঝেইমারস সাধারণত বয়স্ক মানুষের মাঝে দেখা দেয়। এটি মস্তিষ্কের এক ধরনের রোগ, যা দীর্ঘস্থায়ী ও অনিরাময়যোগ্য। এ রোগে আক্রান্তরা খুব সাধারণ বিষয়ও ভুলে যান। নাওয়া-খাওয়ার মতো সামান্য বিষয়ের জন্যও তাদের অপরের ওপর নির্ভরশীল হতে হয়।

Post a Comment
Facebook Disqus