কাজি রোমান / বর্তমান বার্তা ডট কম / ০৪ জুলাই ২০১৫ / সোনারগাঁ উপজেলা মহিলা সমবায় সমিতির উদ্যোগে আইয়য়ুব প্লাজার ৪র্থ তলা জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকার নিজ কার্য়ালয়ে গতকাল শনিবার এক আলোচনা সভা , দোয়া ও ইফতারের আয়োজন করা হছেয়ে। দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (নারায়ণগঞ্জ৩) সোনারগাঁ আসনের এমপি ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার সহধর্মিনী ডালিয়া লিয়াকত । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সাগরিকা নাসরিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভ’ঁঞা, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, সাবেক মহিলা ভাইস কোহিরুর ইসলাম রুমা, সাবেক কেন্দীয় ছাত্রলীগ নেতা আবু নাঈম ইকবাল, সোনারগাঁ পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আকতার মনি, উপজেলা নারী উন্নয়ন ফোরামের উপদেষ্টা মাহমুদা ইসলাম ফেন্সি, এডভোকেট সেলিনা আক্তার , রুনা মেম্বার, লুৎফা মেম্বার, সুরাইয়া আক্তার , জাহানারা আক্তার ,জমিলা খাতুন ইফতার অনুষ্ঠান শেষে এক প্রতিবন্ধির হাতে এমপির সহধর্মিনী ডালিয়ালিয়াকত পক্ষ থেকে নগদ টাকা ও কিছু ঈদ সামগ্রী তুলে দেন।
Post a Comment
Facebook Disqus