
নাসির উদ্দিন আহমেদ / বন্দর / বর্তমান বার্তা ডট কম / ০৪ জুলাই ২০১৫ / বন্দরের কদম রসুল নবীগঞ্জ ইসলামিয়া আলীম মাদ্রাসার নির্মাণাধীন ৫ তলা ভবনের উন্নয়নের কাজে সকল দানবীর ধর্মপ্রান মুসলমানদের শরিক হওয়ার জন্য বিনীত প্রার্থনা জানিয়েছেন প্রতিষ্ঠানটির গভর্ণিং বডি’র সভাপতি, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি’র যুগ্ম আহবায়ক ও নারায়গঞ্জ সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন। তিনি বলেন, যাদের অর্থ ও সম্পদ আল্লাহ্ পছন্দ করেন তাঁদের দানই মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ্ কবরস্থানের উন্নয়নে কবুল করেন। এমপি আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান এরই মধ্যে এ মাদ্রাসার নতুন ভবন নির্মাণে নিজস্ব তহবিল থেকে ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এ যাবৎ অনেকেই এই মাদ্রাসার উন্নয়ন কাজে স্বতঃফুর্ত অংশগ্রহণ করেছেন। যারা শরিক হয়েছেন মাদ্রাসা গভর্নিং বডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি সন্তুষ্ট প্রকাশ করে আরও বলেন, আলেম-ওলামা, হাজী ও মুরুব্বিদের সাথে নিয়ে মাদ্রসা উন্নয়নের কাজ করতে পেরে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন। এ সময় তিনি তার প্রয়াত পিতা আলহাজ্ব হানিফ মিয়া’র আত্মার শান্তি কামনায় ও তার মা আলহাজ্ব আরজুদা হানিফের পক্ষ থেকে দশ লক্ষ টাকা অনুদান মাদ্রাসার উন্নয়নে তার বড় ভাই আলহাজ্ব মোঃ আলী হোসেনের কাছ থেকে চেক গ্রহণ করেন। এ সময় মাদ্রাসা’র উন্নয়নে দশ লক্ষ টাকা অনুদানের চেক সভাপতি আফজালসহ গভর্ণিং বডি’র উপস্থিত সদস্যদের কাছে হস্তান্তারের পর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে আলহাজ্ব মোঃ আলী হোসেন বলেন, আমার মরহুম পিতা হানিফ হাজী বলতেন আল্লাহ্র পথে কোথাও কিছু দান করলে সে ক্ষেত্রে ডান হাতের বিষয়টি যেন বাম হাত জানতে না পারে। তাই প্রচার নয় আপনাদের লিখনী’র মাধ্যমে শুধু মাত্র এই মহৎ কাজে শরিক হওয়ার জন্য আগ্রহীদের প্রতি আহ্বান জানাবেন। আমার পিতা প্রয়াত আলহাজ্ব হানিফ মিয়াসহ যে সকল মুরুব্বীরা আজ আমাদের মাঝে নেই তাঁদের সকলের রূহের মাগফেরাত কামনায় দোয়া করবেন এবং আমার মা আরজুদা হানিফ আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন তাঁর জন্য আমিও আপনাদের কাছে দোয়া কামনা করছি। এ সময় অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সদস্য সাবেক কমিশনার আফসার উদ্দিন আহম্মেদ, হাজী মোসলেহ উদ্দিন, মোঃ মোজহার উদ্দিন টুক্কু, আলহাজ্ব মোসলেহ উদ্দিন নান্টু, হাজী হাবিবউদ্দিন আহম্মেদ, মোঃ সোহরাব আলী, মোঃ খলিলুর রহমান, মোঃ মফিজুল ইসলাম, সদস্য সচিব ও মাদ্রসা অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হোসেন সরাইল এবং অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অনুদান দাতা আলহাজ্ব মোঃ আলী হোসেন, মোহাম্মদ হোসেন, মোঃ নুর হোসেন, হাজী মোঃ দেলোয়ার হোসেন ও এম কে সফল চৌধূরী । অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন, মোঃ কালুন, মোঃ সুজন, মনির হোসেন, আবু তালেব, আলী আহমেদ, মোঃ আলী প্রমুখ।
Post a Comment
Facebook Disqus