বর্তমান বার্তা ডট কম / ০৪ জুলাই ২০১৫ / বন্দর থানা পুলিশ গত শুক্রবার রাতে বন্দরের শাহী মসজিদ সংলগ্ন পল্লী বিদ্যুত অফিসের মোড় থেকে ১শ’৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী তফিক (২৭) কে গ্রেফতার করেছে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত তফিক বন্দরের শাহী মসজিদ বৌ-বাজার এলাকার মোঃ হোসেন মিয়ার ছেলে। গতকাল শনিবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।
অন্যদিকে বন্দর থানা পুলিশ গত শুক্রবার রাতে বন্দরের সাবদী এলাকা থেকে ৩ মাদক সেবীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো বন্দরের কলাগাছিয়া সাবদী হাজরাদী চাঁনপুর এলাকার মকবুল মিয়ার ছেলে মোক্তার হোসেন (৩০), সাবদী আইছতলা এলাকার মৃত আঃ জাব্বার মিয়ার ছেলে নুরুল আমিন (২৮) ও সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জ এলাকার মৃত আঃ রউফ মিয়ার ছেলে রুবেল (২০)। গতকাল শনিবার পুলিশ তাদের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করে।

Post a Comment
Facebook Disqus