বর্তমান বার্তা ডট কম / ০৪ জুলাই ২০১৫ / বন্দর থানা এলাকার ২৫ টি কিন্ডারগার্টেন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বন্দর থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন নামে একটি নতুন সংগঠনের আত্বপ্রকাশ করেছে। স্টাডি কিন্ডর গার্টেন এন্ড জুনিয়ন স্কুল মিলনায়তনে সংগঠনের আহবায়ক সালাহউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৩ সদস্য বিশিষ্ট (২০১৫-১৮) বর্ষের কার্যনিবাহী পরিষদ গঠন করা হয়েছে। বন্দর থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি পদে মোঃ  সালাহউদ্দিন (সালাহউদ্দিন কিন্ডারগার্টেন এন্ড জুনিয়ন স্কুল) কে সভাপতি ও এড. শাহ আলী মোঃ পিন্টু খান (বন্দর আদর্শ কিন্ডারগার্টেন) কে সাধারণ সম্পাদক  পদে মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন  সহ-সভাপতি মোঃ সাইফুল বারী (এ টু জেট ইন্টারন্যাশনাল স্কুল), সহ-সভাপতি-নজরুল ইসলাম (মারিয়া আদর্শ কিন্ডারগার্টেন), যুগ্ম সম্পাদক-আনোয়ার হোসেন (স্টাডি কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র স্কুল), সাংগঠনিক সম্পাদক-মোঃ এমদাদ হোসেন (এস আর ইন্টারন্যাশনাল স্কুল), সহ-সাংগঠনিক সম্পাদক-রিনা আক্তার (কদমরসুল আইডিয়াল স্কুল), কোষাধ্যক্ষ-মোঃ দেলোয়ার হোসেন (আল ফালাহ্ ইসলামী কিন্ডারগার্টেন), দপ্তর সম্পাদক-সাদিয়া সুলতানা  শান্তা (চাইল্ড হেভেন কিন্ডারগার্টেন), তথ্য ও যোগাযোগ সম্পাদক-মাওলানা মনির হোসেন (আবু হুরাইরাহ (রা.) ইসলামী  কিন্ডার গার্টেন), শিক্ষা বিষয়ক সম্পাদক-মোঃ আরিফ হোসেন (মডেল একাডেমি), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক-কাজী ইরন হোসেন (আল মানার ইসলামী কিন্ডারগার্টেন). নির্বাহী সদস্য-এড. মোঃ জিয়াউর হক (মৌলভী আদম আলী কিন্ডারগার্টেন)। সংগঠনের  সভাপতি জানান, বহু বছর যাবত আমরা বন্দর থানায় কিন্ডারগার্টেন স্কুলগুলোর সমন্বয়ে একটি কিন্ডারগার্টেন এসোসিয়েশন করার চেষ্টা করেছিলাম, যা আজ বাস্তবায়ন হয়েছে। আমরা আমাদের ঐক্যের মাধ্যমে আমাদের সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি। সাধারণ সম্পাদক জানান, আমি শিক্ষার মান ও স্কুলগুলোর  সার্বিক উন্নয়নকল্পে কাজ করে যাব। আমরা বন্দরের সকল কিন্ডারগার্টেন কে আমাদের এসোসিয়েশনের আওতায় আনার চেষ্টা করব। এ বছর থেকেই বন্দর থানার্  কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা গ্রহনের ব্যবস্থা ও মেধাবী শিক্ষার্থীদের এ্যাওয়াড প্রদানের ব্যবস্থা করব। আমরা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি। 


Post a Comment

Disqus