বর্তমান বার্তা ডট কম / ০৮ জুলাই ২০১৫ /
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত নির্মাণ আইনের একটি মামলায় অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত।

বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান অভিযোগপত্র গ্রহণ করে মামলার প্রধান আসামি সোহেল রানার মা মর্জিনা বেগমসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে হত্যা মামলায় আগামী ১৮ আগস্ট চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত।
চলতি বছরের ১ জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট জিআর শাখায় সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর অভিযোগপত্র দাখিল করেন।
২০১৩ সালের ২৫ এপ্রিল ভবন ধসের ঘটনায় সাভার থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়। একটি হত্যা মামলা, অপরটি ইমারত নির্মাণ আইন লঙ্ঘন মামলা। হত্যা মামলাটি দায়ের করে পুলিশ। আর ইমরাত লঙ্ঘনের অভিযোগে মামলাটি করে রাজউক।
দুই মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানা, তার বাবা আব্দুল খালেক ওরফে খালেক কুলু, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, বর্তমান কমিশনার মোহাম্মদ আলী খানসহ ৫৯ জনকে আসামি করা হয়। তবে একই আসামি দুই মামলায় থাকায় মোট ৪২ জন ধরা হয়েছে।
এর মধ্যে হত্যা মামলায় আসামি করা হয়েছে ৪১ জন, আর সাক্ষী করা হয়েছে ৫৯৪ জনকে। ইমারত নির্মাণ আইনে করা মামলায় ১৮ জনকে আসামি করা হয়েছে এবং সাক্ষী করা হয়েছে ১৩০ জনকে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে যুবলীগ নেতা সোহেল রানার নির্মাণ করা রানা প্লাজা ভবন ধসে পড়ে। এতে ১ হাজার ১৩৪ জন শ্রমিক প্রাণ হারান। 

Post a Comment

Disqus