বর্তমান বার্তা ডট কম / ০৬ জুলাই ২০১৫ / 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নাসিক শিমরাইল এলাকায় নূর হোসেনের শূন্য ওয়ার্ডে ১০ প্রার্থীর মধ্যে বাছাই পর্বে সিদ্ধান্ত ঘোষনা করেন না.গঞ্জ জেলা উপ-নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার মো:তারিফুজ্জামান। মনোণয়নপত্র দাখিলে ১০ সদস্যর মধ্যে ৫ সদস্য বাছাই পর্বে টিকাতে মনের দৃষ্টিগোচরে ক্ষিপ্ত রয়েছেন বাকী ৫ সদস্যরা।এ  জন্য তুমুল প্রতিযোগিতাও চলছে সদস্য সংকটে। গতকাল সোমবার বাছাই পর্বের শিডিউল ঘোষনা কলে উপ-নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার পাচঁ সদস্যদের উপস্থিতে আইনশৃঙ্খলা দিক নির্দেশনা করে সর্ব প্রকার নিয়ম নীতির উলদ্ধি ঘোষনা করে থাকেন।
সংশ্লিষ্ট সুত্রে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ আরো গুরুত্ব আরোপ করেছে আগামী আগষ্ট মাসের ২ তারিখ পর্যন্ত যতদিন নির্বাচন শেষ না হবে ততদিন  পর্যন্ত কোন প্রকার আইনানুগ বিধিলঙ্গন করা যাবে না। তাহলে সে সকল প্রার্থীর দাখিলপত্র অব্যাহতি বলে কর্তৃপক্ষের আদেশ মোতাবেক ঘোষনা করা হবে। উল্লেখিত যে সকল বাছাই পর্বের দশ সদস্য পাচঁঁ ঘোষনা করা হচ্ছে তাদের  নাম- মো:নজরুল ইসলাম,শাহ্ মো:আমির হোসাইন ভান্ডারী, এম.এ.আ: আজিজ, এয়ার রাসেল ও হাসান। না.গঞ্জ উপ-নির্বাচন কমিশন কর্তৃপক্ষ বাছাই পর্বের পাচঁ সদস্যদের আগামী ১৩ জুলাই মাসের মধ্যে নোটিশ বোর্ড কর্তীক যেকেহ ইচ্ছা পোষনের উপর সদস্যরা প্রত্যাহার নিশ্চিত করিতে পারিবেন। আগামী ১৪ জুলাই প্রার্থীদের প্রতীক বা মার্কা ঘোষনা করা হবে।

Post a Comment

Disqus