বর্তমান বার্তা ডট কম / ০৬ জুলাই ২০১৫ / বন্দরের কামতাল তদন্তকেন্দ্র পুলিশ বন্দরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে বন্দর থানার মদনপুর, যুগীপাড়া, ফুলহর, হালুয়াপাড়া ও চিড়াইপাড়া এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করে।
জানা গেছে, আসন্ন ঈদুল ফেতরকে সামনে রেখে নিরাপত্তার জন্য বন্দর থানা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ অভিযান শুরু করে। গত রোববার রাতে কামতাল তদন্ত কেন্দ্রের ইনর্চাজ এসআই আনোয়ার হুসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে বন্দর থানার ছোট মজমপুর এলাকার আলিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৮) একই এলাকার আনর আলীর ছেলে আবুল বাদশা (৩৮) চিড়াইপাড়া এলাকার আয়নাল হক মিয়ার ছেলে অস্ত্রধারী সন্ত্রাসী আব্দুল হালিম (২৫) মদনপুর চাঁনপুর এলাকার জয়নাল আবেদীন মিয়ার ছেলে রিয়াদ (২১) ও ফুলহর এলাকার মোঃ হোসেন মিয়ার ছেলে শাহিন (২৮)কে গ্রেপ্তার করে। গতকাল সোমবার দুপুরে বন্দর থানার বিভিন্ন মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

Post a Comment

Disqus