বর্তমান বার্তা ডট কম/ ০৫ জুলাই ২০১৫ / জ্যাকলিন ফার্নান্ডেজ থেকে কারিনা কাপুর- শোনা গিয়েছিল বিভিন্ন নামই। এমনকী ‘লাঞ্চবক্স’খ্যাত নিমরত কৌরের নামও শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত সমস্ত জল্পনাকল্পনা উড়িয়ে দিয়ে জানা গেল আজহারের বায়োপিকে সঙ্গীতা বিজলানীর চরিত্রে অভিনয় করছেন আলোচিত নার্গিস ফাখরি।
ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের জীবনের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘আজহার’ সিনেমাটি। প্রাক্তন ক্রিকেটারের জীবনের নানা উত্থান-পতনের ঘটনাও থাকছে ফিল্মটিতে। এবং গল্পের দাবী মেনেই ছবিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে আজহারের অভিনেত্রী স্ত্রী সঙ্গীতা বিজলানীর।
জানা যাচ্ছে, নার্গিসের লুক, গ্ল্যামার এবং ব্যক্তিত্ব চরিত্রটার জন্য একেবারে যথাযথ, এবং এইজন্য নার্গিসের লুক টেস্টও হয়েছে। লুক টেস্টে নার্গিস সবাইকে সন্তুষ্ট করেছেন এবং তাকে নিয়ে পরিচালকের প্রত্যাশাও বাড়ছে।
ইমরান হাশমি অভিনীত ‘আজহার’-এর শুটিং শুরু হতে চলেছে আগামী মাসেই।
Post a Comment
Facebook Disqus