বর্তমান বার্তা ডট কম / সোনারগাঁ/ ৫ জুলাই ২০১৫ / ইফতার না পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার বিকেলে সোনারগাঁয়ের কাঁচপুর ওমর আলী স্কুলে থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারপন্থী সন্ত্রাসী মোশারফ ওমর ও বিএনপির সন্ত্রাসী ডন বজলু গ্রুপ হামলা
চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের উগ্যোগে কাঁচপুর ওমর আলী স্কুলে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ইফতার না পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক পর্যায়ে স্থানীয় সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের সমর্থক সন্ত্রাসী মোশারফ ওমর গ্রুপ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ থানা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ সময় কাঁচপুরের কুখ্যাত সন্ত্রাসী বিএনপি নেতা ডন বজলু গ্রুপ লাঠিসোঠা নিয়ে ঘটনাস্থলে এসে মোশারফ ওমর গ্রুপের সাথে ঐক্যবদ্ধ হয়ে থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর পুনরায় হামলা চালালে উভয় গ্রুপের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মাষ্টারসহ কমপক্ষে ১০ জন আহত হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. মঞ্জুর কাদের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিসি'তি বর্তমানে শান্ত রয়েছে।

Post a Comment
Facebook Disqus