বর্তমান বার্তা ডট কম / ০৮ জুলাই ২০১৫ / রাজধানীর ধানমন্ডি এলাকায় বাসের ধাক্কায় আহত হয়ে ফাহিম আহমেদ (১২) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন দিয়ে হেলপার ও চালককে পুলিশে দিয়েছে।

বুধবার বেলা দেড়টার দিকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে বেলা আড়াইটার দিকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
ট্রাফিক পুলিশের ধানমন্ডি জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হাসান মোস্তফা স্বপন জানান, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ট্রান্স সিলভা পরিবহনের বাস থেকে একটি ছেলে নামছিল। এ সময় পেছন থেকে ভিআইপি-২৭ নামের আরেকটি বাস এসে ছেলেটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ক্ষুব্ধ জনতা ওই দুই বাসের চালককে ধরে পিটুনি দেয় এবং ভিআইপি-২৭ নামের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে দায়িত্বরত কর্মকর্তা নীলুফার ইয়াসমিন জানান, দমকল বাহিনীর একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়নস্ত্রণে আনে।

Post a Comment

Disqus