বর্তমান বার্তা ডট কম / ০৮ জুলাই ২০১৫ / পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে আগামীকাল বৃহস্পতিবার থেকে বিশেষ ব্যবস্থাপনায় ঢাকা ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে আগাম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।

আগামীকাল বিক্রি করা হবে ১৩ জুলাইয়ের যাত্রার টিকিট। যাত্রীসাধারণ ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে ১৩ জুলাইয়ের টিকিট ক্রয় করতে পারবেন।আগাম টিকিট বিক্রির ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে।আগামী ১০ জুলাই বিক্রি করা হবে ১৪ জুলাই যাত্রার টিকিট।টিকিট কালোবাজারী রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলে বাংলাদেশ রেলওয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

কাল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু
ঢাকা, ৮ জুলাই:
প্রকাশ : ০৮ জুলাই, ২০১৫

ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে আগামীকাল বৃহস্পতিবার থেকে বিশেষ ব্যবস্থাপনায় ঢাকা ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে আগাম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।
<a href='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=acd94d5f' target='_blank'><img src='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=780&n=acd94d5f' border='0' alt='' /></a>
আগামীকাল বিক্রি করা হবে ১৩ জুলাইয়ের যাত্রার টিকিট। যাত্রীসাধারণ ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে ১৩ জুলাইয়ের টিকিট ক্রয় করতে পারবেন।আগাম টিকিট বিক্রির ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে।আগামী ১০ জুলাই বিক্রি করা হবে ১৪ জুলাই যাত্রার টিকিট।টিকিট কালোবাজারী রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলে বাংলাদেশ রেলওয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
- See more at: http://www.jugantor.com/current-news/2015/07/08/290967#sthash.GvNTUPeF.dpuf

Post a Comment

Disqus