বর্তমান বার্তা ডট কম / ০৬ জুলাই ২০১৫ / বন্দর থানা পুলিশ নারী নির্যাতন পৃথক ২টি মামলায় পিতা-পুত্রসহ ৪ জন আসামীকে গ্রেফতার করেছে। গত রোববার রাতে পুলিশ তাদের বন্দর থানার পিচ কামতাল ও বেঁজেরগাও এলাকা হতে তাদের গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলো পিচ কামতাল এলাকার আব্দুল রশীদ মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার এজাহার ভূক্ত আসামী জায়েদ (৪২) ও বন্দর থানার বেঁজেরগাও এলাকার ইউনুছ  মিয়ার ছেলে নারী নির্যাতন মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী আলেক (৫০) ও তার ছেলে আলামিন (২৪) ও একই এলাকার মৃত তুফাইন্না মিয়ার ছেলে আব্দুল আজিজ (৫২) কে গ্রেফতার। গতকাল সোমবার দুপুরে পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।    

Post a Comment

Disqus