বর্তমান বার্তা ডট কম / ২৭ মে ২০১৬/  আর মাত্র ১ দিন বাকি, আগামীকাল ২৮ মে শনিবার সকাল থেকে শুরু হতে যাচ্ছে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন । বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ধানের শীষ মার্কায় চেয়ারম্যান পদপ্রার্থী গাজী আবু তালেব ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা বলে বলে এলাকাবাসী হাটে বাজারে , রাস্তাঘাটে শ্লোগানে ব্যস্ত হয়ে পড়েছেন । আজকের এই দিনে ভেসে উঠছে ধানের শীষ মার্কার বিজয়ের সুর। গাজী আবু তালেব জনগণের সেবা করার জন্য বিশাল মন নিয়ে চেয়ারম্যান প্রার্থী বিএনপির প্রতীক ধানের শীষ মার্কায় ইউনিয়ন নির্বাচনে জয়ের ব্যাপক আশাবাদী। বিএনপির ধানের শীষ মার্কা এখন বৈদ্যেরবাজারবাসীর  মুখে মুখে। এলাকায় ঘুরে দেখা গেছে, নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে ধানের শীষ মার্কায় গণজোয়ারে নিশ্চিত বিজয়ের আভাস পাওয়া যায়। । সৎ, সুশিক্ষিত, যোগ্য ও ন্যায়নীতিবান প্রার্থী ইউনিয়নের প্রত্যেকটি পাড়া মহল্লা ও বাড়ি বাড়ি গিয়ে নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে নির্বাচনী  ব্যাপক জনমত সৃষ্টির করেছে। জনগণের মূল্যবান ভোট বিজয় অর্জন করার ক্ষেত্রে রাতের ঘুম হারাম করে জনগনকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গতকাল শনিবার বিকেলে গাজী আবু তালেবের ধানের শীষ মার্কার একটি বিশাল গণসংযোগে যেভাবে হাজার হাজার জনগণ এগিয়ে এসেন গণসংযোগকে শক্তিশালী করে তুলেছেন, এতে করে প্রমাণ হয় যে, গাজী আবু তালেবের বিজয় অনিবার্য। বৈদ্যেরবাজার ইউনিয়নবাসীর সাথে কথা বলে জানা গেছে, ধানে শীষ মার্কা সকল প্রার্থীর থেকে এগিয়ে রয়েছে। বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ধানের শীষ মার্কায় চেয়ারম্যান পদপ্রার্থী গাজী আবু তালেব দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যন হিসেবে দায়িত্ব পালন করেছেন। চেয়ারম্যন হিসেবে দায়িত্ব পালন কালে এলাকার মানুষের বিভিন্ন সমস্যার সমাধানসহ ব্যাপক উন্নয়নও করেছেন তিনি । তিনি গরীব দুঃখি ও সাধারণ মানুষের বন্ধু হিসেবেও এলাকায় সুপরিচিতি হয়েছে।


Post a Comment

Disqus