বর্তমান বার্তা ডট কম / ০৮ জুলাই ২০১৫ / সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নাসরিন আক্তার জখম হওয়ার ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের হয়েছে। গত মঙ্গলবার রাতে মাফিয়া বেগম বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই রাত ৮টায় বন্দর থানার পদুঘরস্থ জব্বারের গ্যারেজের সামনে পূর্ব শত্রুতার জের ধরে ছোট কুশিয়ারা এলাকার মাইন্না ফকিরের সন্ত্রাসী ২ ছেলে অপু, আলমগীর, মেয়ে মাহামুদা, একই এলাকার রাজা মিয়ার ছেলে মাসুম, সিরাজ মিয়ার ছেলে নাহিদ, আলাউদ্দিন মিয়ার ছেলে শাহিন ও বড় কুশিয়ারা এলাকার মোস্তাক মিয়ার ছেলে মিনহাজসহ অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাদিনীর মেয়ে নাসরিনের উপর হামলা করে। ওই সময় হামলাকারিরা হত্যার উদ্দেশ্যে আমার মেয়েকে চাপাতি দিয়ে মাথায় ও চোখে কোপ করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় বাদিনীর মামা আলাউদ্দিন, কামাল হোসেন, সোলায়মান, মামাত ভাই আলামিন নাসরিনকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারিরা তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে হামলাকারিরা ১টি রুপার চেইন ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও এ রির্পোট লেখা পর্যন্ত এ মামলার কোন আসামীকে গ্রেপ্তারের সঙবাদ জানাতে পারেনি পুলিশ।
Post a Comment
Facebook Disqus