বর্তমান বার্তা ডট কম / ২৮ মে ২০১৬ / মদনপুরের মাদক ব্যবসার শিরোমনি শরিয়তপুরের খলিল যেকোন মুল্যে জনপ্রতিনিধি নির্বাচিত হতে মরিয়া হয়ে উঠেছে। প্রতিদ্ধন্ধি প্রার্থীদের ম্যানেজ করতে ব্যর্থ হয়ে ভোটে জিততে এবার সন্ত্রাসী বাহিনী ও কালো টাকা বিলাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, মদনপুর ৫ নং ওয়ার্ডে এবার বরকী খলিলের প্রতিদ্ধন্ধি প্রার্থী হচ্ছে তিনজন। প্রথমে প্রতিদ্ধন্ধি প্রার্থীদের বসিয়ে বিনাপ্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হওয়ার মিশন ব্যর্থ হওয়ার পর এবার বহিরাগত সন্ত্রাসী এনে প্রতিদ্ধন্ধি প্রার্থীদের হুমকী এবং মাদক ব্যবসার কালো টাকা দিয়ে ভেখাট কেনার মিশনে নেমেছে। ইতিমধ্যে বরকী খলিলের পক্ষে মাঠে নেমেছে রুপগঞ্জের চনপাড়া বস্তির শতাধিক মাদকসেবী সন্ত্রাসী। এছাড়া প্রয়াত শীর্ষ সন্ত্রাসী কামু বাহিনীর সদস্যরা এবং কাবিলা বাহিনী খলিলের পক্ষে মাঠে নেমেছে। ফলে নির্বাচনে ভোট প্রদান নিয়ে সংশয় প্রকাশ করেছে এলাকাবাসী।
Post a Comment
Facebook Disqus