বর্তমান বার্তা ডট কম / ২৮ মে ২০১৬ / বন্দরে ৪ জুনের ইউপি নির্বাচনে ভোট গ্রহন করা হবে নামাজ আদায়ের স্থান তথা মসজিদে। এধরনের একটি ভোটকেন্দ্রের সন্ধান পাওয়া গেছে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড চানপুরে। স্থানীয়রা জানায়, বিগত ইউপি নির্বাচনে চানপুর মাদ্রাসায় ভোটকেন্দ্র ছিলো। বর্তমানে মাদ্রাসাটি পাশ্ববর্তি স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ঐ স্থানে এখন মসজিদ। এলঅকার মানুষ ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন সেখানে। তারপরও ভোটকেন্দ্রটি স্থানান্তর বা সংশোধন করেনি উপজেলা নির্বাচন কমিশন। গত ১৫ মে ভোটকেন্দ্র সংশোধনের সময়সীমা শেষ হলেও বিগত নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা সংশোধন না হওয়ায় চানপুর জামে মসজিদটি এখন ভোটকেন্দ্র হিসেবে গেজেটে স্থান পেয়েছে। এব্যাপারে এলঅকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা নির্বাচন অফিসের দায়িত্ব জ্ঞানহীনতার কারনে ভোটকেন্দ্র হিসেবে উঠে এসেছে মসজিদ। এব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়া বলেন, আমাদের বিষয়টি আগে থেকে কেউ জানায়নি। এখন যেভাবে গেজেট হয়েছে সেভাবেই নির্বাচনে ভোটগ্রহন করা হবে। মসজিদে কিভাবে ভোটগ্রহন করা হবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন শিফট করার সুযোগ নেই। যেভাবে আছে সেভাবেই ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঐ কেন্দ্রের পাশে তাবু টানিয়ে ভোটগ্রহন করা হবে। এলাকাবাসী এ ধনের উদ্যোগকে ঝুকিপুর্ন এবং ভোটারদের নিরাপত্তা প্রশ্নের সম্মুখিন হবে বলে জানিয়েছে। তারা মসজিদের স্থলে পাশ্ববর্তি মাদ্রাসায় ভোটকেন্দ্র স্থাপন ও ভোটগ্রহনের ব্যাবস্থা গ্রহনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে।

Post a Comment
Facebook Disqus