নিজস্ব প্রতিবেদক / বর্তমান বার্তা ডট কম / ৩০ জুন ২০১৬ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিদষদের অতিনিকটে ঐতিহাসিক উদ্ধবগঞ্জ বাজারটি এখন অবহেলিত হয়ে পরেছে। এই বাজারে প্রতিদিন বেচা কেনা করতে আসেন কয়েক মাইল এলাকা জুড়ে হাজার হাজার মানুষ। এ বাজারের মতো এতো পুরনো বাজার এখন আর নেই। তবে সোনারগাঁয়ে নতুন নতুন বাজার অনেক গড়ে উঠেছে এবং সেগুলি বিশাল জায়গা নিয়েই গড়ে উঠেছে। এতে করে মানুষের অনেক সুযোগ সুবিদাও বেড়েছে। সোনারগাঁ উপজেলা পরিদষদের অতিনিকটের ঐতিহাসিক উদ্ধবগঞ্জ বাজারটি এখনও অবহেলিত হয়ে রয়েছে। এই বাজারটির কোন পরিবর্তণ দেখা যাচ্ছেনা । এই বাজারটির অনেক সুনামও রয়েছে। এখান থেকে বাপ-দাদারা বাজার করতেন বলে শোনা গেছে। এখনো এই বাজারে কেনাকাটার করতে আসেন সোনারগাঁয়ের অনেক সম্মানীও ব্যক্তিরা। অত্র এলাকার সব শ্রেণির মানুষ এবং প্রশাসনের অতি কাছাকাছি হওয়ায় এখানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা কেনাকাটা করে থাকেন। এ বাজারের ব্যবসায়ীরা তেমন একটা ভাল নেই । ব্যবসায়ী এবং কেক্রেতাদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জায়গা নেই। নেই কোনো ভালো বসার স্থান। বর্তমান পরিবেশের প্রচন্ড রোদে এবং বৃষ্টিতে ভিজে জীবন বাঁচার তাগিদে কোনো রকমভাবে ব্যবসা করে যাচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এখানকার বেশির ভাগই ক্ষুদ্র ও গরিব ব্যবসায়ী। বিশেষ করে মাছ ব্যবসায়ীরা অনেক কষ্টে ব্যবসা পরিচালনা করছেন । বর্তমান হাট-বাজারে রোদ বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ভালো পরিবেশ তৈরি হয়েছে কিন্তুু সোনারগাঁ উপজেলা পরিদষদের অতিনিকটে ঐতিহাসিক উদ্ধবগঞ্জ বাজারটির ব্যবসায়ী এবং কেক্রেতাদের এধরণের পরিবেশ পরিস্থিতি তৈরি করার মত ভালো মন মানষিকতার ব্যক্তি নেই বলে এই বাজারের ছোট-বড়সহ সব ধরণের ব্যবসায়ী মনে করছেন। মাছ ব্যবসায়রা বলেন. এখনকার রোদের তাপে বসতে পারি না. আবার বৃষ্টির দিনে আরও খারাপ অবস্থায় থাকতে হয় । এ বাজারের সাথে বড় বড় স্যারেরা থাকেন. তারা একটু সুদৃষ্টি রাখলেই মাথার উপর টিনের চাল দিয়ে একটি ঘর বানিয়ে দিলে আমাদের মতো ছোট ব্যবসায়ীরা একটু শান্তি পেত। তারা আরও বলেন. এক সময় এ বাজারে বিক্রেতারা কোনো কিছু একটা বিক্রি করলেই খাজনা দিতে হতো। ওই খাজনা থেকে মুক্তি দিতে একজন মহৎ ব্যক্তি হয়ে এসেছিলেন (ততকালিন চেয়ারম্যান) বর্তমান মেয়র আলহাজ¦ সাদিকুর রহমান । তিনি যদি আমাদের (ক্ষ্রদ্র ব্যবসায়ীদের) টিনের ঘর তৈরি করে দিতেন তাহলে আমরা একটু ভালো থাকতাম । সাংবাদিকদের লিখনির মাধ্যেমে ক্ষুদ্র ব্যবসায়ীদের কষ্টগুলো মেয়রের কাছে তুলে দরার আহবান জানান। তাদের বিশ^াস মেয়র আলহাজ¦ সাদেকুর রহমান ভ’ঁইয়া সাড়া দিবেন।

Post a Comment
Facebook Disqus