নিজস্ব প্রতিবেদক / বর্তমান বার্তা ডট কম / ৩০ জুন ২০১৬ / সোনারগাঁয়ে নৈতিকতা বিকাশ, জাতীয় কর্মকান্ডে সম্পৃক্ত ও ন্যাশন বিল্ডিং বিভাগের সাথে সমন্বয় এবং সফল আত্মকর্মী ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষে অটিজম ও স্নায়ুবিকাশ জনিত সমস্যাভূক্ত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক দুই দিন ব্যাপী প্রশিক্ষন গতকাল বুধবার সোনারগাঁ উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোনারগাঁ উপজেলা নির্বাহি কর্মকর্তা আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম রূপন, মহিলা ভাইস-চেয়ারম্যান নাছিমা আক্তার। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম আব্দুল্লাহ ভূঁইয়া, সহকারী পরিচালক সেলিমুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এন এম ইয়াছিনুল হাবিব তালুকদা প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে ২৩ জন প্রশিক্ষনার্থীদের মধ্যে ১৩ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। এসময় তিনটি যুব সংগঠনকে তালিকা ভূক্ত সনদ প্রদান করা হয়।
Post a Comment
Facebook Disqus