বার্তা প্রতিবেদক / ০৯ জুন ২০১৬ / বন্দরের সোনাকান্দা এলাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির (বিএমআইটি) ভবন নির্মাণকালে পরিতোষ (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নির্মাণ শ্রমিক শহরের নিতাইগঞ্জ এলাকার বলে জানা গেছে। পরিতোষের মৃত্যুর জন্য ঠিকাদারের গাফলতিকে দায়ী করেছেন বিএমআইটি কর্তৃপক্ষ ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দরের সোনাকান্দায় বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রশাসনিক ভবন নির্মাণের কাজ চলছিল। সালাউদ্দিন নামে এক ঠিকাদার কোন নিরাপত্তা বেষ্টনী না দিয়েই ভবন নির্মাণ কাজ করছিল। বুধবার বিকেলে বৃষ্টির পর নির্মাণ শ্রমিক পরিতোষ বাঁশ বেয়ে ছাদে উঠার চেষ্টা করে। নিরাপত্ত বেষ্টনী না থাকায় সে পা ফসকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিআইএমটির অধ্যক্ষ প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, উপসহকারী প্রকৌশলী মাসুদ রানা নির্মাণ কাজ তদারকির দায়িত্বে আছেন। তার সার্বক্ষনিক নির্মাণ কাজ পর্যবেক্ষন করার কথা। তবে দুর্ঘটনার জন্য কে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। ঠিকাদার সালাউদ্দিন তাৎক্ষনিক ভাবে নিহত পরিতোষের পরিবারকে নগদ দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মীমাংশা করেছেন বলে জানা গেছে।
Post a Comment
Facebook Disqus