বর্তমান বার্তা ডট কম / ১১ জুন ২০১৬ /  ঢাকা-চট্রগ্রামে মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা মারিখালী ব্রীজের পাশে মাহে রমজান উপলক্ষে বিষাক্ত ময়লা আবর্জনা ফালানো বন্ধ না করা এবং ময়লা আবর্জনার স্তুপ সরিয়ে পরিস্কার না করায় পরিবেশ দূষিত হয়ে হুমকির মুখে পড়েছে পুরো সোনারগাঁ অঞ্চল এরই প্রতিবাদে আজ শনিবার সকাল ১০ টারদিকে বিক্ষোভবিছিল করেছে মুসলিরা।কারণ এখানে বিষাক্ত ময়লা আবর্জনার  স্তুপ,এই মহাসড়ক দিয়ে মন্ত্রী-এমপি,বিদেশী পর্যটকসহ হাজার হাজার যাত্রী থেকে শুরু করে  পথচারী এবং অত্র এলাকারও হাজার হাজার স্কুল,কলেজের শিক্ষার্থী এবং এলাকাবাসী প্রতিদিন এই পথে যাতায়াত করে থাকেন। এখানে  মোগরাপাড়া চৌরাস্তার বিশাল বাজার এবং বেশ কিছু বড় বড় সুস্বাদু খাবার হোটেল ও আশপাশের মিল-ফ্যাক্টরীর বিষাক্ত ময়লা আবর্জনার দুর্গন্ধে অসুস্থ্য হয়ে পড়ছে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বসবাসরত এলাকাবাসী । এই মহাসড়ক ঘেষে বিশাল বাজারে সোনারগাঁ অঞ্চলের সকল আমজনতা কেনাকাটার জন্য আসেন । মহাসড়কের পাশে ময়লা আবর্জনা ফালানো বন্ধ না করা এবং ময়লা আবর্জনার স্তুপ সরিয়ে পরিস্কার না করায় পরিবেশ দূষিত হয়ে হুমকির মুখে পড়েছে পুরো সোনারগাঁ অঞ্চল। সোনারগাঁবাসী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সোনারগাঁ উপজেলা স্থানীয় প্রশাসন এলাকার জনগণের তোপের মুলে মাঝে মধ্যে লোক দেখেনো ব্যবস্থা নিলেও কাজের কাজ কিছুই হয়না।
ভূক্তভোগীরা বলেন, মনোনীয় পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুর কাদের সব সময় মহাসড়কের মোগরাপাড়া দিয়ে চলাচল করেন তাই আমরা দূষিত পরিবেশ থেকে মুক্তি পেতে মন্ত্রীর একান্ত হস্তক্ষেপ কামনা করেন।

Post a Comment

Disqus