বার্তা প্রতিবেদক /  ১১ জুন  ২০১৬ /  সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার এলাকায় গতকাল শনিবার দুপুরে বজ্রপাতে মোঃ আনোয়ার হোসেন আনা (৩৫) নামে এক ট্টলার চালকের মৃত্যু হয়েছে। নিহত আনোয়ার হোসেন মেঘনা উপজেলার নরচর গ্রামের সাব মিয়ার ছেলে।

নরচর গ্রামের মঈন উদ্দিন জানান, আনোয়ার হোসেন বিদেশে চাকরী শেষে দেশে এসে ইঞ্জিন চালিত ট্টলার কিনে মেঘনা নদীতে নিজেই যাত্রী পারাপারের কাজ করতো। গতকাল শনিবার দুপুরে সে যাত্রী নিয়ে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ট্টলার ঘাটে এসে পৌছলে বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত আনোয়ার চার মেয়ের পিতা। খবর পেয়ে পরিবারের লোকেরা তার লাশ নরচর গ্রামের বাড়িতে নিয়ে যায়। 


Post a Comment

Disqus