বার্তা প্রতিনিধি / ১১ জুন ২০১৬ / উপজেলার বিভিন্নস্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাজাসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে ৫০ পিস ইয়াবা ও ৯’শ গ্রাম গাজাসহ বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার মারুবদী এলাকা থেকে জয়নাল ব্যাপারীর ছেলে মোঃ রুবেল ও পৌরসভার দৈলেরবাগ এলাকা থেকে মৃত আলমাস উদ্দিনের ছেলে শাহীনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। অপরদিকে, পৌরসভার রাইজদিয়া এলাকা থেকে মৃত সিরাজউদ্দিনের ছেলে মিজানুর রহমান ও রাজশাহীর মোনতাজ মিয়ার ছেলে রনিকে ৯’শ গ্রাম গাজাসহ আটক করা হয়।
এছাড়া পুলিশ বিশেষ অভিযান পলিয়ে পিরোজপুর দুধঘাটা এলাকা থেকে মৃত আক্কেল আলীর ছেলে হাজী আমিনুলকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ও অন্যান্য মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Post a Comment
Facebook Disqus