বর্তমান বার্তা ডট কম / ১৩ জুন ২০১৬ / পেট ব্যাথার যন্ত্রনা সইতে না পেরে হালিমা বেগম (৫৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গতকাল রোববার সকালে বন্দর দক্ষিন কলাবাগ এলাকায় ঘরের আড়াঁর সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নিহতের ভাই নূরউদ্দিন মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। আত্মহননকারি হালিমা বেগম বন্দর দক্ষিন কলাবাগ এলাকার সুরুজ মিয়ার স্ত্রী। নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হালিমা বেগম দক্ষিন কলাবাগ এলাকায় বসবাস করার সুবাদে বিভিন্ন এলাকায় বাসাবাড়ীতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করে আসচ্ছে। র্দীঘ দিন ধরে হালিমা বেগম পেট ব্যাথায় আক্রান্ত ছিল। এবং মাঝে মধ্যে হালিমা বেগমের পেট ব্যাথা শুরু করলে সে প্রচন্ড কান্নাকাটি করলে আশে পাশের লোকজন তার বাড়ীতে ভীড় জমাত। এর ধারাবাহিকতায় গতকাল সকালে তার পুনরায় পেট ব্যাথা শুরু হলে সে আর সইতে না পেরে তার নিজ ঘরের আড়াঁর সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ রির্পোট লেখা পর্যন্ত সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
Post a Comment
Facebook Disqus