বর্তমান বার্তা ডট কম / ১৩ জুন ২০১৬ / ইজারাদার ও ট্রলার মালিক দ্বন্দ্বে বন্দরের লক্ষণখেলা-চিত্তরঞ্জন খেয়াঘাটে রোববার ও বন্ধ ছিল খেয়া পারাপার। এ নিয়ে তৃতীয় দিনের মত চলছে এ অচলাবস্থা। এ দিকে তিন দিনেও দ্বন্দ্বের অবসান না হওয়ায় সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।
যাত্রীরা জানায়, লক্ষণখোলা-চিত্তরঞ্জন খেয়াঘাট ইজারা নেন গোদনাইল মাঝিপাড়া এলাকার মনির হোসেন। এরপর নদী পারাপারের জন্য ভাড়ায় চুক্তি ভিত্তিক দুটি ট্রলার নেন। কিছু দিন চলার পর ট্রলার দুটি যাত্রী পারাপারে অনিয়মিত হয়ে পড়ে। গত শুক্রবার পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে যায় ইজারাদারের ট্রলার। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ট্রলার বন্ধ করে দেয়া হয়। এ নিয়ে ইজারাদার ও ট্রলার মালিকের সাথে দ্বন্দ্ব দেখা দেয়। রোববার ইজারাদার চুক্তি ভিত্তিক ট্রলার বাদ দিয়ে অন্য ট্রলার দিয়ে যাত্রী পারাপারের চেষ্টা করলে বাঁধ সাধে ট্রলার মালিকরা। দ্বন্দ্বের কারণে ইজারাদার ও ট্রলার মালিকদের ট্রলার চলাচল বন্ধ হয়ে যায়। নিরূপায় যাত্রীরা ডিঙি নৌকায় নদী পার হওয়ায় চেষ্টা করলে ইজারাদার জোর পূর্বক ডিঙি নৌকাও বন্ধ করে দেয় বলে যাত্রীরা জানান। এতে কয়েক শ’ যাত্রী চিত্তরঞ্জন খেয়াঘাটে আটকা পড়ে।
Post a Comment
Facebook Disqus