বর্তমান বার্তা ডট কম / ১৩ জুন ২০১৬ / পবিত্র রমজান মাসেও বন্ধ হয়নি বন্দরে অবৈধ গ্যাস সংযোগ। তিতাস কর্তৃপক্ষকে ঘুমে রেখে বন্দরের বিভিন্ন স্থানে বিনা কাগজে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক পরেছে। এমন কথা জানিয়েছে স্থানীয় এলাকাবাসীসহ সচেতন মহল। তারা ক্ষোভ প্রকাশ করে আর জানিয়েছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মাঈনউদ্দিন মিয়ার ছেলে কুখ্যাত গ্যাস চোর লুৎফর ক্ষমতার অপব্যবহার করে বন্দর উপজেলার ঘারমোড়া এলাকাসহ তার আশে পাশের এলাকাগুলোতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। তারা আর জানিয়েছে, বন্দরে বিনা বাধায় অবৈধ গ্যাস সংযোগের কারনে পবিত্র রমজান মাসেও বন্দরের অধিকাংশ এলাকায় চলছে র্তীব্র গ্যাস সংকট। সরজমিন ঘুরে দেখা গেছে, অবৈধ গ্যাস সংযোগের কারনে বন্দর উপজেলার ঘারমোড়া, আলীনগর, চরঘারমোড়া, চুনাভূরা, আলীসারদী, শুভকরদী, কলাগাছিয়া, নিশং, সাবদী, আদমপুর, হাজীপুরসহ সিটি করর্পোরেশেনের অধিকাংশ পাড়া মহল্লায় গ্যাস থাকছে না। গ্যাস সংকট থাকার কারনে পবিত্র রমজান মাসে ইফতার ও সেহেরীর খাবার তৈরি করতে উল্ল্যেখিত এলাকার গৃহিনীরা বেশ হিমশিম খাচ্ছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়াসহ অবৈধ গ্যাস সংযোগকারিদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য বন্দরে ভূক্তভোগি জনগন সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Post a Comment
Facebook Disqus