বর্তমান বার্তা ডট কম / ১৩ জুন ২০১৬ / আসন্ন ঈদকে সামনে রেখে বন্দর উপজেলার গুরুত্বপূর্ন বিপনী বিতান ও গ্রাম অঞ্চেলের প্রধান প্রধান হাট বাজার গুলোতে পকেটমারদের উৎপাত আশংকা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এমন অভিযোগ তুলেছে বিভিন্ন দোকান মালিকসহ ভুক্তভোগীরা। তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, ঈদের দিন যতই ঘনিয়ে আসচ্ছে বন্দর উপজেলার বিভিন্ন র্মাকেটে ক্রতা আসা যাওয়া ততই বৃদ্ধি পাচ্ছে। ক্রেতারা ঈদ উপলক্ষে এখন থেকে কেনাকেটা শুরু করে দিয়েছে। এ সুযোগে অজ্ঞাত পকেটমাররা ক্রেতা সেজে  বন্দর উপজেলার ১নং খেয়াঘাটস্থ সুরুজামাল টাওয়ার, চাঁন মিয়া র্মাকেট, মদনগঞ্জ বাজার বন্দর বাজার,নবীগঞ্জ বাজার, ধামগড় বাজার, সাবদী বাজার, লাঙ্গলবন্ধ বাজার, ফুলহর র্মাকেট, মদনপুর  ইসলামীয়া সুপার র্মাকেট, একতা সুপার র্মাকেট, কবি বাতেন বাহার র্মাকেটে  ভিতর প্রবেশ করে র্মাকেটে আগত প্রকৃত ক্রেতাদের পকেট কেটে হাজার হাজার টাকা নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কোন প্রতিকার নিতে পারছে না দোকান মালিকসহ ভূক্তভোগীরা। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবুল কালামের সাথে আলাপকালে তিনি জানিয়েছে, আসন্ন ঈদকে সামনে রেখে বন্দরবাসীর র্সাবিক নিরাপত্তার জন্য আমাদের থানার পুলিশ নিরলস ভাবে কাজ করছে। বন্দরে গুরুত্বপূর্ন স্থানে পুলিশের টহল অব্যহত আছে। 


Post a Comment

Disqus