বর্তমান বার্তা ডট কম / ১৩ জুন ২০১৬ / সোনারগাঁ উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর এর প্রকৌশলী নাজমুলরের বিরুদ্ধে ঠিকাদারির মাধ্যমে দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা গেছে, অধিদপ্তরের মাধ্যমে উপজেলা পর্যায় আর্সেনিকমুক্ত নলকূপ বসানো হয়। ওই নলকূপের পাইপসহ আরো অন্যান্য মালামাল কোনো একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে আনা হয়। এবং নলকূপ বসানোও ঠিকাদারদের মাধ্যমে হয়। কিন্তু প্রকৌশলী নাজমুলই সরকারী প্রতিষ্ঠানের ঠিকাদার বলে জানা গেছে। তিনি কৌশলে অন্য ঠিকাদারের সাথে সমন্বয় করে কোটি কোটি টাকার হাতিয়ে নিচ্ছেন এই নাজমুল। শুধু তাই নয় নলকূপ বসানোর জন্য যে সমস্ত মালামাল এবং যে পরিমান পাইপের প্রয়োজন সে ধরণের কাজ না করে, কোনো রকমভাবে কাজ করে কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লুটপাট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশ না করার সর্তে কয়েকজন নলকূপ বসানো কর্মী জানান, নাজমুল স্যার আসল কাজ করায়, মনে হয় তিনিই অন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে মালামাল সহ সব করেন। গত শুক্রবার হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্সেনিক মুক্ত নলকূপ বসানোর সময় ওই এলাকার স্থানীয় আঃ কাইয়ুম ও আঃ লতিফ নি¤œ মানের পাইপ ব্যবহার এবং সঠিক পরিমানের পাইপ না বসানোর অভিযোগ এনে কাজ বন্ধ করে দেওয়ার অনুরোধে ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে, উপজেলা প্রকৌশলী নাজমুলের সাথে যোগাযোগ করে বিষয়টি জানানো হয় । অভিযোগকারীরা আরও বলেন, প্রকৌশলী নজমুল বিষয়টি জানার পর, উত্তর দিলেন ঠিকাদার দিয়ে কি হবে যা বলার আমার সাথে বলেন আমিই ঠিকাদার। এতে করে তারাও বুঝতে পারলেন তিনি নিজেই ঠিকাদার হয়ে অন্যদের মাধ্যমে কাজ বাগীয়ে নেন। এব্যাপারে প্রকৌশলী নাজমুলের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করেও পাওয়া যায়নি।

Post a Comment
Facebook Disqus