জহিরুল ইসলাম সিরাজ / সম্পাদক / ১৩ জুন ২০১৬ / সড়ক ও জনপথ বিভাগের জমিতে অবৈধভাবে নির্মিত শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।  মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত  সেনারগাঁ থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ মঞ্জুর কাদেরের নেতৃত্বে,কঠিন ভুমিকায় এবং সার্বিক সহযোগিতায় এই অভিযানে ফুটপাতসহ প্রায় শতাধিক দোকানপাট উচ্ছেদ সফল করা হয়।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায়  ঈদকে সামনে রেখে যানজট মুক্ত রাখতে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভ’ঁঞা  । উচ্ছেদ করে সওজের জায়গা দখল ও যানজটমুক্ত করা হয়েছে। অভিযানের আগে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করানো হয়েছিল। কিন্তু দখলদারেরা নিজ দায়িত্বে স্থাপনা সরায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভ’ঁঞা জানান, অবৈধ দখলদারদের নোটিশ দেওয়ায় পরও স্থাপনা সরিয়ে না নেওয়া, যানজট মক্ত এবং সরকারি সম্পত্তি উদ্ধারে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মহসড়কের পাশে গড়ে তোলা প্রভাবশালীদের  অবৈধভাবে দখল করে তৈরি করা হকার্সটিও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় হয়।
সেনারগাঁ থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ মঞ্জুর কাদের বলেন, উপজেলা প্রশসানের সহযোগিতায় মোগরাপাড়া চৌরাস্তায় এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যানজট মুক্ত করা হয়েছে।


Post a Comment

Disqus