বার্তা প্রতিনিধি / ১৪ জুন ২০১৬ /  সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের বানিয়াচং গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আঃ ওহাব মিয়ার বাড়িতে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষ শম্ভুপুরা গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে মোঃ নিজাম,নাজমুল, দরিগাঁও এলাকার জানে আলম, তফিজ উদ্দিন, মোঃ সোহেল, মোঃ রাসেল, মোঃ রতন.মোঃ তপন, মোঃ অপু, মোঃ দিপু,মামুনসহ প্রায় ২০-২৫ জনের একদল সন্ত্রাসী দেশীও অস্ত্র  লোহার রড়,ছেনা, রামদা ও লাঠিসোঠা নিয়ে বাড়িঘরে হামলা চালিয়ে আসবাপত্র ভাংচুর করে ৩ ভরি ওজনের স্বর্নালংকার ও নগদ অর্থসহ প্রায় ৩লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে । এসময় হামলাকারীরা ওহাব মিয়াকে কুপিয়ে গুত্বর জখম করে এবং তার দুইটি দাঁত ভেঙ্গে ফেলে । এঘটনায় ওহাবের ভাগিনা শম্ভুপুরা গ্রামের মোঃ ফিরোজ মিয়ার ছেলে মোহাম্মদ আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।



Post a Comment

Disqus