বার্তা প্রতিনিধি / ১৪ জুন ২০১৬ / বন্দরে বন্দর থানা প্রেসক্লাব নামক সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনের সদস্যরা। গতকাল মঙ্গলবার বন্দর থানা প্রেসক্লাব নাম মাত্র সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আব্দুল্লাহ, প্রচার সম্পাদক সোহেল ইসলাম, দপ্তর সম্পাদক জিয়াবুর রহমান জিয়া, সহ সাধারণ সম্পাদক সাকির আহাম্মেদ বাপ্পির যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালের ২৭ মে সাব্বির আহাম্মেদ সেন্টুর বাসায় কন্ঠ ভোটে বন্দর থানা প্রেসক্লাব নামক সংগঠনের ২০১৫-২০১৭ সালের জন্য সাব্বির আহাম্মেদ সেন্টু নিজে সভাপতি হয়ে কমিটি গঠন করেন। কমিটি গঠনের পর সভাপতি সাব্বির আহাম্মেদ সেন্টু নাম মাত্র সংগঠনের প্যাড বিভিন্ন সংগঠন ও জনপ্রতিনিধিদের কাছ থেকে ক্লাবের উন্নয়নের নামে অর্থ এনে ব্যক্তিগত ভাবে ব্যবহার ও আত্মসাত করে। সেই সাথে ক্লাবের নামে আসবাবপত্র, রড, সিমেন্ট এনে আত্মসাত করে। তারা আরও উল্লেখ করেন সভাপতি সাব্বির আহাম্মেদ সেন্টু অনিয়ম ও দুর্নীতি করে পুকুর নয় সাগর চুরি করেছে। তাই তারা দুর্নীতি বাজের সাথে আর নয়। এ জন্য সভাপতির এ সকল দুর্নীতির অভিযোগে গঠনতন্ত্র বিহীন নাম মাত্র সংগঠন বিলুপ্ত করেন। সেই সাথে তারা ১৯৯৩ সালে নির্মিত বন্দরের ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাবকে সমর্থন করেন।
Post a Comment
Facebook Disqus