বর্তমান বার্তা ডট কম / ০৭ জুন ২০১৬ / সোনারগাঁয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মিঃ তাকুয়া কামাতা দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন। ৬জুন সোমবার সকাল ১১ টারদিকে  প্রথমে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরে ৫৭নং ভট্টপুর মডেল সরকারি  প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ভট্টপুর মডেল সরকারি  প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আবু নাঈম ইকবালসহ  বিভিন্ন দপ্তরের প্রসাশনিক কর্মকর্তা গণ। পরিদর্শন শেষে বিদ্যালয়ের সভাপতির আবু নাঈম ইকবালের ব্যাপক প্রশংসা করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মিঃ তাকুয়া কামাতা।

Post a Comment

Disqus