মোঃ বাবুল হোসেন, বর্তমান বার্তা প্রতিবেদক / ০৭ জুন ২০১৬ / ধামরাই প্রাকৃতিক দুর্যোগ ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য এবং জীববৈচিত্র রক্ষার্থে নিজের উদ্যোগে পাখী রক্ষায় বিভিন্ন গাছপালায় বাসা বাধার জন্য ধামরাই থানার ওসি তার থানা কমপ্লেক্স ভিতর বড়ই,কড়ই,আম,জাম,পাকড় গাছসহ বিভিন্ন গাছপালায় দুটি ডালের মাঝখানে হাড়ি বসিয়ে দিয়েছেন। এমনভাবে বসানো হয়েছে যাতে বৃষ্টি আসলেও হাড়ির ভিতর বৃষ্টির পানি ঢোকতে না পারে। হাড়ির ভিতরে বৃষ্টির পানি গেলেও তা নিচে পড়ে যাবে ছোটছোট ছিদ্র দিয়ে এমন ভাবে তৈরী করা হয়েছে। মানুষের কিংবা গবাদী পশু থাকার জন্য যেমন ঘরের প্রয়োজন তেমনি পাখী থাকার জন্যও প্রয়োজন নিরাপদ আবাস্থল।
প্রাণিকুল রক্ষার্থে ধামরাই থানার ওসি প্রায় পাঁচ শ’টি মাটির হাড়ি কিনেছেন। প্রতিটি হাড়ির মূল্য ২০টাকা। মৃৎ শিল্পীদের কাছে অর্ডার দিয়ে বিশেষ কায়দায় তৈরী করা হয়েছে প্রতিটি হাড়ি। প্রতিটি হাড়িতে দুটি মুখ রয়েছে। যে মুখ দিয়ে পাখি অনায়াসে ভিতরে প্রবেশ করতে পারবে এবং অপর মুখ দিয়ে বের হতে পারবে। বাসা বাধতে পারবে। সেখানে বংশ বিস্তারের জন্য ডিম ফুটিয়ে বাচ্চা তুলতে পারবে।
ইতিমধ্যে সেই হাড়িতে বুলবুলি,ঘুঘু,শালিক.দোয়েল ও ঘড়িয়ালসহ বিভিন্ন প্রজাতির পাখি বাসা বেঁধেছে। ওসি এর আগেও নারায়নগঞ্জের সোনারগাঁ,মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া থানায় কর্মরত দায়িত্ব পালনকালে সেখানেও একইভাবে পাখির জন্য গাছে হাড়ি দিয়েছিল।

Post a Comment

Disqus