বর্তমানবার্তা প্রতিবেদন / ৮ জুন ২০১৬ / অবাক করা পারফরম্যান্স করেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলেও ক্রিকেট বিশ্বকে দিয়েছেন আপন পরিচয়। আর সেই সুবাদে আসরে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদও হয়েছে চ্যাম্পিয়ন।
মূলত আইপিএল থেকেই বিশ্ব ক্রিকেট আরও বেশি চিনতে থাকে মুস্তাফিজকে। সেই প্রথম দিন (আইপিএল) থেকে বিশ্বের তারকা ক্রিকেটাররাসহ তাকে প্রশংসায় ভাসাচ্ছেন সমগ্র ক্রিকেট বিশ্ব। আইপিএল সুবাদে বোলিং বিস্ময় মুস্তাফিজকে খুব কাছ থেকে দেখেছেন লঙ্কান স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন। এর আগেও মুরালির মুখে প্রসংশা ছিলো মুস্তাফিজের। এবার আরও এক ধাপ এগিয়ে মুস্তাফিজের আরও বেশি প্রশংসা করলেন তিনি। সেই সাথে তাকে আরও বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পরামর্শ দিলে লঙ্কান এই স্পিনার।
ভারতের পশ্চিমবঙ্গে একটি ক্রিকেট ক্যাম্পে যোগ দিয়ে মুস্তাফিজ সম্পর্কে সাংবাদিকদের মুরালিধরন বলেন, ‘মুস্তাফিজ সম্পর্কে আর কী বলতে পারি। ও (মুস্তাফিজ) খুব স্পেশাল ট্যালেন্ট, ওকে (মুস্তাফিজ) আরও তৈরি করতে হবে। এ জন্য তাকে আরও বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হবে। বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজ একজন ট্যালেন্টের নাম।’
‘এই বছরের আইপিএল সত্যি মনে রাখার মতো। আমরা দল হিসেবে ভালো করেছি। ডেভিড ওয়ার্নার খুব ভালো অধিনায়ক ও ব্যাটসম্যান। অনেক ক্ষেত্রে আমাদের ভাগ্যও কাজে লেগেছে।’ যোগ করেন তিনি।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ খোরশেদ আলম। তিনি বলেন,এভাবে যদি সমাজের কিছু মানুষ জীব বৈচিত্র ও বিলুপ্ত পাখি রক্ষায় এগিয়ে আসে তাহলে প্রাণিকুল রক্ষা পাবে। মানুষের রোগ-বালাই কম হবে। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা,খড়া ও রোগের মহামারি কম হবে। পাখি মানুষের উচ্ছিষ্ট খাবার খেয়ে ফেলে। এতে খাবার পচন থেকে রক্ষা করে। দুর্গন্ধ্য কম ছড়ায়। অনুপকারী কীট-পতঙ্গ খেয়ে ফেলে। গাছের বংশবৃদ্ধিতেও পাখির ভূমিকা রয়েছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ রিজাউল হক দিপু বলেন,মানুষের যেমন বাঁচার অধিকার আছে তেমনি অন্যান্য প্রাণিরও বাঁচার অধিকার রয়েছে। তাই নিজের বিবেকের তাড়নায় বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির পাখি রক্ষায় ও বংশ বিস্তারের জন্য বিভিন্ন গাছে হাড়ি বেঁধে দেওয়া হয়েছে।এছাড়াও তার পরিকল্পনা রয়েছে বিলুপ্ত প্রাণি রক্ষায় কিছু করা যায় কিনা। এর আগেও নারায়নগঞ্জের সোনারগাঁ,মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া থানায় থাকাকালীন সময়ে পাখির জন্য বিভিন্ন গাছে হাড়ি বেঁধেছিলেন এবং অনেক প্রজাতির পাখি সেখানে বাসা বেধে বংশ বিস্তার করেছিল বলে তিনি জানান

Post a Comment
Facebook Disqus