নিজস্ব প্রতিবেদক / বর্তমান বার্তা ডট কম / ২৬ জুন ২০১৬ / বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের নব-র্নিবাচিত চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধানকে সংর্বধণা প্রদান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় বন্দর উপজেলার পশ্চিম কল্যান্দী ক্লাবে এ সংর্বধণা দেওয়া হয়। পশ্চিম কল্যান্দী ক্লাবের সভাপতি মোঃ মুরাদ হোসেনের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান। পশ্চিম কল্যান্দী ক্লাবের সাধারন সম্পাদক ও ছাত্রলীগ নেতা শেখ সুমনের সঞ্চালনায় সংর্বধণা অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক সামছুল হক প্রদান, মোঃ দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান নেয়ামতউল্ল্যাহ, আমির হোসেন প্রমুখ। সংর্বধণা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে এ সময় আর উপস্থিত ছিলেন পশ্চিম কল্যান্দী ক্লাবের সহ-সভাপতি সফিউদ্দিন লালা, মোঃ রণী, শাহ জাহান, সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান পাপ্পু, শেখ শামীম, অর্থ সম্পাদক সাকেম আলী,সহ অর্থ সম্পাদক শেখ সোহান, কর্মকর্তা দুলাল হোসেন, তপু, রতন,শাকিল, ফয়সাল, ও আব্দুল রাহিমসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Post a Comment
Facebook Disqus