বার্তা প্রতিবেদক / ১১ জুন ২০১৬ / ১৬ পিছ ইয়াবা ট্যবলেটসহ আলামিন (২৪) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে জনতা। গতকার শনিবার বেলা ১১টায় বন্দর থানার দক্ষিন কুশিয়ারাস্থ আবুল বাশারের রিক্সার গ্যারেজের সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃত ইয়াবা ব্যবসায়ী আলামিন নবীগঞ্জ কুশিয়ারাস্থ টিনের মসজিদ এলাকার সহিদ মিয়ার ছেলে। এ রির্পোট লেখা পর্যন্ত ধৃত মাদক ব্যবসায়ী থানা হাজতে আটক আছে বলে থানার ডিউটি অফিসার সূত্রে জানা গেছে।
বন্দরে জনতা কর্তৃক ইয়াবা ব্যবসায়ী আলামিন আটক
নিজস্ব সংবাদদাতা
১৬ পিছ ইয়াবা ট্যবলেটসহ আলামিন (২৪) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে জনতা। গতকার শনিবার বেলা ১১টায় বন্দর থানার দক্ষিন কুশিয়ারাস্থ আবুল বাশারের রিক্সার গ্যারেজের সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃত ইয়াবা ব্যবসায়ী আলামিন নবীগঞ্জ কুশিয়ারাস্থ টিনের মসজিদ এলাকার সহিদ মিয়ার ছেলে। এ রির্পোট লেখা পর্যন্ত ধৃত মাদক ব্যবসায়ী থানা হাজতে আটক আছে বলে থানার ডিউটি অফিসার সূত্রে জানা গেছে।
Post a Comment
Facebook Disqus