বার্তা প্রতিবেদক / ১১ জুন ২০১৬ / সদ্য অনুষ্ঠিত কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধানকে সংবধর্ণা প্রদান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  গতকাল শনিবার বিকেল ৫টায় বন্দর উপজেলার দক্ষিন ঘারমোড়া এলাকায় এ সংবধর্ণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংবধর্ণা অনুষ্ঠানে এলাকাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ২ বার নির্বাচিত চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান। সংবধর্ণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরঘারমোড়া এলাকার সমাজ সেবক হাজী সফিউদ্দিন, জাপা নেতা সরদার মোহাম্মদ আবু তালেব, নূর উদ্দিন দেওয়ানজী, কলাগাছিয়া ইউপি ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার বুলবুল আহাম্মেদ, ৩ নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার হাবিবুর রহমান হাবিব, ৪নং ওয়ার্ডে নব-নির্বাচিত মেম্বার মোঃ জামান প্রমুখ। দক্ষিন ঘামোড়া এলাকার সমাজ সেবক হৃদয় আহাম্মেদ শাহিনের সঞ্চালনায় সংবধর্ণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ করিম মিয়া, মোঃ ফরিদ, সমাজ সেবক মোঃ পনির,সৈয়দ আহাম্মেদ, লিয়াকত আলী, ওয়াসিম, জসিম, সামছুল, ফারুক, আনার হোসেন, আমির হামজাসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।


Post a Comment

Disqus