বার্তা প্রতিবেদক / ১১ জুন ২০১৬ / বন্দরের লক্ষণখোলা এলাকার জরিনা কাজ করেন নদীর পশ্চিম পাড়ের একটি গার্মেন্টসে। শনিবার সকাল ৭টায় শীতলক্ষ্যা নদী পার হতে এসে দেখেন ট্রলার বন্ধ। কোন কারণ ছাড়াই ইজারাদার ট্রলার বন্ধ রেখেছেন। ঘাটে দাঁড়িয়ে সময় যত গড়িয়ে যাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে জরিনাসহ শতাধিক গার্মেন্টস কর্মীর। ৮টায় অফিসে না পৌছলে গার্মেন্টসের গেইট দিয়ে ঢুকতে দেবেনা দারোয়ান। অনুপস্থিতির কারণে খেতে হবে শো’কজ কাটা হবে বেতন। পরে পৌণে ৮ টায় একটি ডিঙি নৌকায় কয়েকশ’ যাত্রীর সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে নদী পাড় হন তিনিও। বন্দরের চিত্তরঞ্জন খেয়াঘাটে এ দৃশ্য নিত্য দিনের বলে জানালেন যাত্রীরা। নানা অনিয়মের মধ্য দিয়ে ইজারাদারের খেয়াল খুশিমত চলছে ঘাটটি। ইচ্ছামাফিক টোল আদায়, যাত্রীদের সঙ্গে অশালীন আচরণ ও মারধর, ঘাটের জায়গা দখল করে অবৈধ বালু ব্যবসা, বেশীর ভাগ সময় ট্রলার বন্ধ রাখা এবং যাত্রী উঠা নামায় নড়বড়ে জেটির কারণে প্রতিদিন পারাপারে চরম দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ।
যাত্রীরা জানান, চিত্তরঞ্জন গুদারাঘাট যাত্রীদের আনাগোনায় দিন রাত থাকে ব্যস্ত । বিশেষ করে সকাল ৭ টা থেকে ৯ টা এবং সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত যাত্রীদের ভীড় লেগে থাকে। পিক আওয়ারে যাত্রী পারাপারে মাত্র ৩০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ছোট ট্রলার দেয়া হয়। এ দিয়ে পার হন কয়েক হাজার যাত্রী। ট্রলার সংখ্যা বাড়ানোর দাবি থাকলেও বাড়েনা ট্রলার। দেউলী চৌরাপাড়া গ্রামের জহিরুল ইসলাম জানান, এখানে যাত্রী সেবা বলতে কিছুই নেই। জেটি উচু- নীচু ভাঙ্গাচোরা হওয়ায় এতে পড়ে গিয়ে প্রতিদিনই কোন না কোন যাত্রী আহত হচ্ছেন। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন ৪ টি ট্রলার চলাচল করার কথা থাকলেও এ ঘাটে খন্ডকালীন চলে মাত্র একটি। অনেক সময় নিরুপায় যাত্রীরা হস্তচালিত ডিঙি নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে বাধ্য হন। ঘাটের দুই পাড়ে যাত্রী চলাচলের জায়গায় করা হয় বালু ব্যবসা। বালু বহনকারী ট্রাকের আনাগোনায় সর্বদা ভীত সন্ত্রস্ত থাকেন যাত্রীরা। নানা সমস্যার কথা ইজারাদারকে জানানো পরও তিনি কোন পাত্তা দিচ্ছেন না বলে যাত্রীরা জানান। বরং অভিযোগ করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্চিত হয়েছেন অনেক যাত্রী। সালাউদ্দিন নামে এক গার্মেন্টস কর্মী যাত্রী জানান, ইজারাদার যাত্রীদের মানুষ বলে গন্য করেন না। ট্রলার দেয়ার কথা বললে মারধরসহ দুর্ব্যবহার করেন। এ ব্যাপারে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানসহ সংশি¬ষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন যাত্রীরা।
Post a Comment
Facebook Disqus