নিজস্ব প্রতিবেদক / বর্তমান বার্তা ডট কম / ৩০ জুন ২০১৬ / আসন্ন ঈদকে সামনে রেখে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টায় উক্ত ইউনিয়ন অফিসে এ চাউল বিতরণ করা হয়। চাউল বিতরনকালে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান, বন্দর উপজেলা পরিষদের সমবায় অফিসের কর্মকর্তা ফেরদৌসি বেগম, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সচিব আব্দুল লতিফ হাওলাদার, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ জামান, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ হাবিবুর রহমান,৪নং ওয়ার্ড মেম্বার মোঃ ফারুক ও সংরক্ষিত ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার মাসুদা বেগম ও অফিস সহকারি মোঃ মনির প্রমুখ। জানা গেছে, আসন্ন ঈদকে সামনে রেখে কলাগাছিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৩টি গ্রামে ১৪’শ ৩৭ অসহায় নারী ও পুরুষদের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়।


Post a Comment

Disqus