বর্তমান বার্তা ডট কম / ১৯ জুন ২০১৬ / ইউপি নির্বাচন শেষ হওয়ার পর এবার শুরু হয়েছে সিটি করপোরেশন নির্বাচনের জল্পনা কল্পনা। সিটি করপোরেশন নির্বাচনের বাকি মাত্র ৬ মাস। এখনই বিভিন্ন চা দোকানে, রেস্তোরায়, নৌকায় মুদ্দাকথা যেখানে লোজ জমায়েত বা আড্ডা সেখানেই এবার সিটি নির্বাচন নিয়ে আলোচনা। অনেক সম্ভ্যাব্য প্রার্থী আবার পুরনো চেহারা লুকিয়ে নতুন চেহারায় আর্বিভাব হয়েছেন। মনে হচ্ছে তাদের মতো মাসুম আর কেউ নেই। যেন ভাজা মাছ’টি উল্টে খেতে জানেনা। ছোট বড় সবাইকে দেখা মাত্রই সালাম ও কুশল বিনিময়। হাসিমুখে চৌদ্দগোষ্ঠির খবর নেয়া। বর্তমানে যে সকল কাউন্সিল ক্ষমতায় রয়েছেন তারা আবার হিসাব কষছেন ৫ বছরে তারা কতটুকু উন্নয়নের কাজ করেছেন। নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকারের সাথে কথা হয়, তিনি বলেন বিগত ৫ বছরে তিনি তার ওয়ার্ডে ৬০ কোটি টাকার কাজ করিয়েছেন বলে দাবি করেন। তিনি বলেন ১০০ ফুট ড্রেনসহ নতুন রাস্তা, এনায়েনগর কবরস্থান রাস্তা, সালেহ নগর, রূপালী আ/এ, বাবুপাড়া, দত্তবাড়ি, সোনাকান্দা চৌধুরীপাড়া পাড়া রাস্তাসহ অসংখ্য রাস্তা সংস্কার ও আর সিসি ডালাই করিয়েছেন। রাস্তায় করেছেন আলোক সজ্জা, সুপেয় পানির ব্যবস্থা, নগর স্বাস্থ্যকেšদ্র স্থাপন, মাতৃত্ব কালিন চিকিৎসা ব্যবস্থা, প্রতিবন্ধী ভাতা ও চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন। আগামীতে তিনি পুনরায় নির্বাচন করতে চান। তিনি আরও বলেন, যদি জনগণের জন্য জনকল্যাণে কাজ করে থাকি তবে টাকায় নয় ভালাবাসায় ভোট পাব। এখনও উন্নয়ন কাজ চলছে। পুনরায় নির্বাচিত হলে এসকল কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
ইউপির পর এবার সিটি নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা
বর্তমান বার্তা ডট কম / ১৯ জুন ২০১৬ / ইউপি নির্বাচন শেষ হওয়ার পর এবার শুরু হয়েছে সিটি করপোরেশন নির্বাচনের জল্পনা কল্পনা। সিটি করপোরেশন নির্বাচনের বাকি মাত্র ৬ মাস। এখনই বিভিন্ন চা দোকানে, রেস্তোরায়, নৌকায় মুদ্দাকথা যেখানে লোজ জমায়েত বা আড্ডা সেখানেই এবার সিটি নির্বাচন নিয়ে আলোচনা। অনেক সম্ভ্যাব্য প্রার্থী আবার পুরনো চেহারা লুকিয়ে নতুন চেহারায় আর্বিভাব হয়েছেন। মনে হচ্ছে তাদের মতো মাসুম আর কেউ নেই। যেন ভাজা মাছ’টি উল্টে খেতে জানেনা। ছোট বড় সবাইকে দেখা মাত্রই সালাম ও কুশল বিনিময়। হাসিমুখে চৌদ্দগোষ্ঠির খবর নেয়া। বর্তমানে যে সকল কাউন্সিল ক্ষমতায় রয়েছেন তারা আবার হিসাব কষছেন ৫ বছরে তারা কতটুকু উন্নয়নের কাজ করেছেন। নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকারের সাথে কথা হয়, তিনি বলেন বিগত ৫ বছরে তিনি তার ওয়ার্ডে ৬০ কোটি টাকার কাজ করিয়েছেন বলে দাবি করেন। তিনি বলেন ১০০ ফুট ড্রেনসহ নতুন রাস্তা, এনায়েনগর কবরস্থান রাস্তা, সালেহ নগর, রূপালী আ/এ, বাবুপাড়া, দত্তবাড়ি, সোনাকান্দা চৌধুরীপাড়া পাড়া রাস্তাসহ অসংখ্য রাস্তা সংস্কার ও আর সিসি ডালাই করিয়েছেন। রাস্তায় করেছেন আলোক সজ্জা, সুপেয় পানির ব্যবস্থা, নগর স্বাস্থ্যকেšদ্র স্থাপন, মাতৃত্ব কালিন চিকিৎসা ব্যবস্থা, প্রতিবন্ধী ভাতা ও চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন। আগামীতে তিনি পুনরায় নির্বাচন করতে চান। তিনি আরও বলেন, যদি জনগণের জন্য জনকল্যাণে কাজ করে থাকি তবে টাকায় নয় ভালাবাসায় ভোট পাব। এখনও উন্নয়ন কাজ চলছে। পুনরায় নির্বাচিত হলে এসকল কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
Post a Comment
Facebook Disqus