বর্তমান বার্তা ডট কম / ১৯ জুন ২০১৬ / বন্দরের দক্ষিন লক্ষণখোলায় মহিলা কাউন্সিলর খালুর বাড়ি হওয়ায় রাস্তা সরু হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেদজনা বিরাজ করছে। প্রায় ১ সপ্তহ যাবত দক্ষিন লক্ষন খোলায় রাস্তা ও ড্রেন নির্মান কাজ বন্ধ রয়েছে। এ বিষয়ে এলাকাবাসী মেয়র আইভীর কাছে লিখিত অভিযোগ করেছে।
এলাকাবাসী জানান, নাসিক মহিলা কাউন্সিলর মায়ার খালু হারুন মিয়ার বাড়িটি সিটি করপোরেশনের রাস্তা দখল করে নির্মাণ করা আছে। সিটি করপোরেশর আর সিসি রাস্তা ও ড্রেন নির্মানের জন্য আশপাশের বাড়ির অবৈধ দখল উচ্ছেদ করে রাস্তা প্রস্থ্য করার জন্য। রাস্তা ২০ ফুট হওয়ার কথা থাকলেও নির্মাণ ঠিকাদার হাসান মাত্র ১৮ ফুট রাস্তা নির্মাণ করছেন। তার পরেও এলাকাবাসী জানান, যত অবৈধ দখলদার আছে তাদের উচ্ছেদ করে রাস্তা সোজা করে সঠিক কাজের দাবি জানান। রাস্তাটি নির্মানের জন্য যখন মহিলা কাউন্সিলর মায়ার খালুর বাড়ির পাশে এলে এলাকালে রাস্তাটি মাত্র ১৬ ফুল করে ৪ ফুট সরকারি জায়গা রহস্য জনক কারণে ছেলে দেয়ায় এলাকাবাসীর মধ্যে ক্সোভ দেখা দেয়। এলাকাবাসী মেয়র আইভীর সাথে দেখা করে অভিযোগ জানালে তিনি ইঞ্জিনিয়ার ইসমাইলকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। কিন্তু ইঞ্জিনিয়ার ইসমাইল কাউন্সিলরের পক্ষ নেয়ায় এলাকাবাসী নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এতে করে ঠিকাদার এলাকার কয়েকজনকে মিথ্যা মামলা করার হুমকি দেয়। এ ঘটনায় এলাকায় চরম ক্সোভ বিরাজ করছে। প্রায় ১ সপ্তাহ যাবত নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
Post a Comment
Facebook Disqus