বর্তমান বার্তা ডট কম / ২০ জুন ২০১৬ / বন্দরে প্রেমে ব্যার্থ হয়ে অসিম বিশ্বস (২০) নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রোববার সকাল ১১ টায় পুলিশ লাশ উদ্ধার করে সুরত হাল রেকর্ডের পর মর্গে প্রেরণ করে। নিহত অসিম বন্দরের কদম রসুল কলেজ থেকে এইচ এসসি পাশ করেছে।
বন্দর থানার দারোগা ফারুক জানান, বন্দরের কবিলের মোড় এলাকার আবুল হাসেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া সিদিল বিশ্বাসের ছেলে কদম রসুল কলেজ ছাত্র অসিম বিশ্বাস তার গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার বেদেরগঞ্জ থানার মহিসর গ্রামের এক মেয়ের প্রেমে পড়ে। মেয়েটি অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর থেকে অসিম তার পরিবারের সাথে উল্টো-পাল্টা আচরন করে। এ জন্য গত শনিবার বিকেলে তাকে তার ভাই-ভাবীরা গালাগালি করে। এ জন্য সে পারবারের লোকজনের সাথে অভিমান করে রাতে তার ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ব্যপারে নিহতের ভাই শ্যাম সুন্দর শুভ বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামরা করেছে। নিহতের ময়না তদন্ত শেষে লাশ সৎকারের জন্য গ্রামের বাড়ি শরিয়তপুর নেয়া হয়।
Post a Comment
Facebook Disqus