নিজস্ব প্রতিবেদক / বর্তমান বার্তা ডট কম / ৩০ জুন ২০১৬ / রোটারী ক্লাব অব বন্দর নারায়ণগঞ্জ এর উদ্যোগে দুঃস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় বন্দর আমিন আবাসিক এলাকায় অবস্থিত গিয়াসউদ্দিন চৌধুরী মডার্ন একাডেমী প্রাঙ্গনে রোটারী ক্লাব অব বন্দর নারায়ণগঞ্জ এর উদ্যোগে দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর প্যাকেটে ছিলো দুই ধরনের সেমাই-চিনি, পোলাও চাল, সয়াবিন তেল, গুড়া দুধ, গরম মশলা। রোটারী ক্লাব অব বন্দর নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট (২০১৫/১৬) রোটারিয়ান এড. শাহ আলী পিন্টু খানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপি গিয়াসউদ্দিন চৌধুরী, পিপি মোয়াজ্জেম হোসেন, চার্টার প্রেসিডেন্ট মোবারক হোসেন কমল খান, প্রেসিডেন্ট (২০১৬/১৭) ফিরোজ আল মুজাহিদ দুলাল, চার্টার সেক্রেটারী কবির হোসেন, সেক্রেটারী সাইফুল ইসলাম শ্যামল, রোটারিয়ান আলেয়া বেগম, কাজী শহীদ আহমেদ, আবদুল কুদ্দুস আহমেদ, শরীফ হাসান চিশতি, শাহআলম, আরিফ জামান, খলিলুর রহমান প্রমুখ।

Post a Comment
Facebook Disqus