নিজস্ব প্রতিবেদক / বর্তমান বার্তা ডট কম / ৩০ জুন ২০১৬ / বন্দরের কদম রসুল কলেজে হিতৈষী পদে নির্বাচন স্থগিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজের নোটিশ বোর্ডে নির্বাচন স্থগিত হওয়ার নোটিশ টানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, হিতৈষী পদে নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জ যুগ্ম জেলা জজ প্রথম আদালতে দেওয়ানী মোকদ্দমা নং ১৭৩/১৬ হওয়ায় আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়। তবে অন্যান্য পদে যথারিতি নির্বাচন হবে। নোটিশে স্বাক্ষর করেন কলেজের সভাপতি ও প্রিজাইডিং অফিসার ড. প্রফেসের শিরিন বেগম। গত ২৮ জুন মামলাটি রুজু করেন কলেজের উদ্যোক্তা ও হিতৈষী প্রার্থী ফেরদৌস ওয়াহিদ সুমন। 
এ ব্যপারে মামলার বাদী সুমন জানান, তপছিল ঘোষণা ছাড়াই গত ১৮ জুন হিতৈষী পদে নির্বাচনের ঘোষনা দেয়া হয় কলেজের পক্ষ থেকে। কিন্তু কলেজ নির্বাচনি সংবিধানের ২৯ ধারায় উল্লেখ রয়েছে হিতৈষী পদে নির্বাচন করতে হলে ১৫ দিন পূর্বে তপছিল ঘোষনা করতে হবে এবং তপছিল ঘোষনার ১ দিন আগে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। কলেজ কর্তৃপক্ষ অবৈধ ভাবে তপছিল ঘোষণা না করেই নির্বাচনের ঘোষণা দেন। ২ জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল। বাদী আরও জানান, কলেজ কর্তৃপক্ষের কাছে গত ১৯ মে কলেজর ২ জন উদ্যোক্তা শামীম আহাম্মেদ কাচ্চু ও গোলাম মিঠু হিতৈষী পদে টাকা জমা দিতে গেলে কলেজ কর্তৃপক্ষ টাকা জমা নেয়ার সময় শেষ হয়ে গেছে বলে তাদের ফিরিয়ে দেন। কিন্তু গত ২৬ মে সামসুল হুদা ও মোয়াজ্জেম হোসেন নামে ২ জনের অবৈধ ভাবে  হিতৈষী পদের টাকা জমা নেন। এতে করে কলেজে স্বজনপ্রিতি, যোগসাজেস, বানোয়াট প্রথা অবলম্ভন ও উদ্যেশ্য প্রনোদিত কর্মকান্ড হাসিলের চেষ্টা করা হচ্ছে। 
এ ব্যপারে কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন জানান, আদালতে মামলা হয়েছে বিধায় নির্বাচন স্থগিত করা হয়েছে। কলেজের সভাপতি নোটিশ জারি করেছেন। নোটিশ বোর্ডে সাটানো রয়েছে। কেন মামলা করা হলো জানতে চাইলে তিনি বিষয়টি এরিয়ে গিয়ে বাদীর কাছ থেকে জানতে বলেন।
এ ব্যপারে কলেজের সভাপতি ও প্রিজাইডিং অফিসার ড. শিরিন বেগম জানান, আদালতে মামলা হয়েছে এবং আদালতের নির্দেশে আমি নোটিশ দিয়ে হিতৈষী পদে নির্বাচন স্থগিত করেছি। আদালত আমাদের কারণ দর্শনোর নোটিশ দিয়েছে আগামী ২০ দিনের মধ্যে এর জবাব চেয়েছে আদালত। 
মামলায় বিবাদী করা হয়েছে কদম রসুল কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন, সভাপতি ড. শিরিন বেগম, প্রতিষ্ঠাতা সদস্য সাবেক এমপি এড. আবুল কালাম, হিতৈষী লায়ম প্রকৌশলী এম এ ওহাব, দাতা সদস্য ও বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, শিক্ষানুরাগী বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম এ রশিদ, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনসহ কলেজ গর্ভনিং বডির সকল সদস্য। 


Post a Comment

Disqus