মোঃ স্বাধীন /  বর্তমান বার্তা ডট কম / ৩০ জুন ২০১৬ / সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নব বিজয়ী চেয়াম্যানগণ ৩০ জুন বৃহস্পতিবার শপথ গ্রহণ করলেন । নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা এই শপথ পাঠ করান । সোনারগাঁয়ের শপথ গ্রহণকারী দশজন চেয়ারম্যানরা হলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম. বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ডা. আঃ রউফ . মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের আরিফ মাসুদ বাবু. বারদী ইউনিয়ন পরিষদের জহিরুল হক. কাঁচপুর ইউনিয়ন পরিষদের মোশারফ ওমর. জামপুর ইউনিয়ন পরিষদের শিপলু. সাদিপুর ইউনিয়ন পরিষদের  আঃ রশীদ. কম্ভুপুরা ইউনিয়ন পরিষদের আঃ রউফ.সনমান্দী ইউনিয়ন পরিষদের জাহিদ হাসান জিন্নাহসহ ওই দশজন শপথ গ্রহণ করেন।


Post a Comment

Disqus