নিজস্ব প্রতিবেদক / বর্তমান বার্তা ডট কম / ৩০ জুন ২০১৬ / সোনারগাঁ উপজেলা হেলথ ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল গতকাল বুধবার ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হেলথ ক্লাবের সভাপতি আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম রূপন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া, সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহ মোঃ মঞ্জুর কাদের। বক্তব্য রাখেন হেলথ ক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মঞ্জুর হোসেন হিরু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা নঈম জাহাঙ্গীর, হিসাব রক্ষন কর্মকর্তা আনোয়ার হোসেন, ভট্রপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু নাঈম ইকবাল, জাতীয় পার্টির নেতা হাজী মোঃ পিয়ার আলী, আওয়ামীলীগ নেতা বাচ্চু সরকার, যুবলীগ নেতা সাইদুল ইসলাম প্রমুখ।
পরে সোনরগাঁ উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান দোয়া পরিচালনা করেন। 


Post a Comment

Disqus