বর্তমান বার্তা ডট কম / ০৯ জুন ২০১৬ / বন্দরের মদনপুর আন্দীর পাড় গ্রামে কিশোর সাব্বির হত্যার ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন। মামলা নং ১১(৬)১৬। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার সকালে কিশোর সাব্বির(১৪) হত্যায় অভিযুক্ত মোঃ ইসরাফিল (২৭), সোহাগ (৩২) ও পারভেজ (১৮) নামে ৩ জনকে গ্রেফতার করে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ফারুক। 
গত মঙ্গলবার সকালে স্থানীয় বাজারে কিশোর সাব্বির পিতার সাথে নাস্তা খেয়ে ঘরে ফেরার কথা ছিল। কিন্তু সে ঘরে ফেরেনি। সিএনজি চালক পিতা সাত্তার সন্ধ্যায় খবর পায় তার ছেলে মারা গেছে। 
আন্দিরপাড় এমআরপি ইটখোলা সংলগ্ন একটি বাড়ীতে কিশোর সাব্বিরের গলায় রশি পেচানো লাশ দেখতে পান। রাত ৯টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত সাব্বিরের লাশ উদ্ধার করে ময়না তদন্ত্রের জন্য মর্গে পাঠায়। 
নিহতের পিতা আঃ সাত্তার এর সাথে কথা বললে তিনি জানান, এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ীরা তার ছেলেকে দিয়ে মাতক বিক্রিতে সহযোগীতা করতে বলায় তার ছেলে অস্বীকার করায় মাদক ব্যবসায়ীরা পরিকল্পিত ভাবে তার ছেলেকে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে।  এ ব্যপারে বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, মামলা নেয়া হয়েছে। তদন্ত পূবর্ক বিস্তারিত বলা যাবে।


Post a Comment

Disqus