বার্তা প্রতিবেদক / ০৯ জুন ২০১৬ /  নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার শত বছরের ঐতিহাসিক সোনারগাঁ জি.আর ইনষ্টিটিউশন স্কুল এবং কলেজের নব নির্মিত ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে গাজী ট্রেডাস নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 
এলাকাবাসী সূত্রে জানা গেছে , গাজী ট্রেডাস নামে নির্মাধীন ঠিকাদার প্রতিষ্ঠান সোনারগাঁ জি.আর ইনষ্টিটিউশন মডেল স্কুলের ভবনটি নির্মাণ করে।  ঠিকাদারী প্রতিষ্ঠানের খামখেয়ালী এবং নিম্নমানের মালামাল ব্যবহারের কারণে আজ ভবনটিতে এতো বড় ফাটল ধরেছে । এতে করে যেকোনো সময় শিক্ষার্থীদের হতাহতসহ যে কোনো বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশংকা করছে তারা। 
এই বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সুলতান মিয়া বলেন, নিম্নমানের মালামাল দিয়ে ভবন নির্মাণের কারণে ফাটল এবং শোচাগারসহ বিভিন্ন স্থানে সমস্যা দেখা দিচ্ছে।  গাজী ট্রেডাস  ঠিকাদারী প্রতিষ্ঠানকে অবহিত প্রসঙ্গে তিনি বলেন  আমরা নির্মাধীন প্রতিষ্ঠানের মালিক মোঃ গাজী মালেককে নব নির্মিত বিদ্যালয়ের ভবন সম্পর্কে জানানো হয়েছে। তিনি আরও জানান , ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণ খবুই নিম্নমানের হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজী মালেক ও ইঞ্জিনিয়ার সহ কয়েকজন ভবনটি পরিদর্শন করেন ।
এব্যাপারে গাজী ট্্েরডাস নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক গাজী মালেক বলেন, ভ’মিকম্প হওয়ার কারণে ভবনের নিচ থেকে মাটি সরে গিয়ে ভবনের কিছু অংশ ক্র্যাক করেছে, আমরা কিছু দিনের মধ্যে ফাটলের স্থানে ভেঙ্গে প্ল্যাটার করে ঠিক করে দিবো। প্ল্যাটার করে ঠিক করে দেওয়ার পর আর কোনো সমস্যা হবে কী না জানতে চাইলে, তিনি প্রতিবেদকে বলেন , সমস্যা হতে পারে তাতে আপনার কী ? ভবন ফাটলের বিষয় পত্রিকায় যেন প্রকাশ না করা হয় সে জন্যও হুমকি দেন তিনি।
সোনারগাঁ জি.আর ইনষ্টিটিউশন স্কুল এবং কলেজ পরিচালনা কমিটির সাবেক সদস্য এবং যমুনা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আমীর হোসেন স্মীথের সঙ্গে কথা হয় । তিনি বলেন, আমি কমিটিতে থাকা কালিন  ভবনের কাজ শেষ হয়নি , পরবর্তীতে কিভাকে কাজ বুঝে নিয়েছে তা জানি না ।
সোনারগাঁ জি আর ইনষ্টিটিউশন স্কুল এবং কলেজের নব নির্মিত ভবনের বিভিন্ন স্থানে ফাটল প্রসঙ্গে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) আবু নাছের ভ’ঁঞা বলেন, সঠিক তদন্ত করে কঠোর ব্যবস্থা নিব।


Post a Comment

Disqus